চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচন: আমীর খসরুর সঙ্গে সাক্ষাৎ মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের নেতারা।দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বিষয়ে মতবিনিময় করতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থীরা। রবিবার দুপুরে নগরীর মেহেদীবাগের বাসায় মোরশেদ আহমেদ মঞ্জু ও মুহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে সাক্ষাতে মিলিত হন তারা।
মতবিনিময়কালে সোসাইটির আসন্ন নির্বাচনের বিষয়ে বিএনপির শীর্ষ এই রাজনীতিবিদের কাছে নির্বাচনের নানা বিষয় তুলে ধরেন প্রার্থীরা। তারা জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১২টি পদে প্যানেল ঘোষণা করেছেন। প্রত্যেকজন প্রার্থী যোগ্য এবং নানা সামাজিক কাজে যুক্ত। প্যানেলের সকল প্রার্থী সোসাইটির বাসিন্দা; ফলে সেবা প্রদান সহজ ও সুলভ হবে। পাশাপাশি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। একটি আদর্শ সোসাইটি গঠন এবং উন্নয়নের সুযোগ পেতে সাবেক এই মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
এসময় প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোরশেদ আহমেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, সহ-সভাপতি ডা. গোলাম কাদের চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সদস্য পদপ্রার্থী দিলশাদ আহমেদ, প্রকৌশলী আবুল কালাম আজাদ, আজাদ মঈনুদ্দীন, এসএম জমির উদ্দীন, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মঈন উদ্দিন খান চৌধুরী এবং প্রকৌশলী মো. রেজাউল হায়াত খান উপস্থিত ছিলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন সম্পর্কে পুরো বিষয় মনযোগ দিয়ে প্রার্থীদের কাছ থেকে শোনেন। প্যানেলের প্রার্থীদের শুভ কামনা জানান। সোসাইটির ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে এবং একটি সুন্দর পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করেন। যাতে অতীতের দুর্নাম ঘুছিয়ে নতুন পরিচয়ে উজ্জ্বলন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে।এবার তিনটি প্যানেল থেকে ৩৪ এবং স্বতন্ত্র ৪ জনসহ মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
Do Follow: greenbanglaonline24