চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড , মেয়রের সঙ্গে মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের মতবিনিময়
চট্টগ্রাম সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের নেতারা।দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পর্কে অবহিতকরণে লক্ষ্যে মতবিনিয় করেন প্রার্থীরা। গতকাল শনিবার সকালে নগরীর আমীরবাগ আবাসিক এলাকায় মেয়রের বাসভবনে মোরশেদ আহমেদ মঞ্জুর ও মুহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে সোসাইটির সাক্ষাতে মিলিত হন তারা।
মতবিনিময়কালে সোসাইটির আসন্ন নির্বাচনের বিষয়ে নগর পিতা ও বিশিষ্ট এই রাজনীতিবিদের কাছে নির্বাচনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রার্থীরা। তারা জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১২টি পদে প্যানেল ঘোষণা করেছেন। প্যানেলের সকল প্রার্থী সোসাইটির বাসিন্দা; এতে সেবা প্রদান সহজ ও সুলভ হবে। পাশাপাশি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। একটি আদর্শ সোসাইটি গঠন এবং উন্নয়নের সুযোগ মেয়রের সুদৃষ্টি কামনা করেন।
এসময় প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোরশেদ আহমেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, সহ-সভাপতি ডা. গোলাম কাদের চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সদস্য পদপ্রার্থী প্রকৌশলী আবুল কালাম আজাদ, আজাদ মঈনুদ্দীন, দিলশাদ আহমেদ, এসএম জমির উদ্দীন, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মঈন উদ্দিন খান চৌধুরী এবং প্রকৌশলী মো. রেজাউল হায়াত খান উপস্থিত ছিলেন।
মেয়র নির্বাচন সম্পর্কে পুরো বিষয় মনযোগ দিয়ে প্রার্থীদের কাছ থেকে শোনেন। প্যানেলের প্রার্থীদের শুভ কামনা জানান। সোসাইটির ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে এবং একটি সুন্দর পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করেন। যাতে অতীতের দুর্নাম ঘুছিয়ে উজ্জ্বলন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। তিনি বলেন, নগর পিতা হিসাবে আমি কারও পক্ষে বা বিপক্ষে থাকার সুযোগ নেই; সকল নাগরিক আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই জিতে আসবেন তাদেরকেই স্বাগত জানাবো। ভোটাররা চিন্তা করবেন কাদের জয়ী করলে তারা বেশি সেবা পাবেন। সেটা হিসাব করেই তাদের ভোটাধিকার প্রয়োজন করবেন বলে আমি মনে করি।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে।এবার তিনটি প্যানেল থেকে ৩৪ এবং স্বতন্ত্র ৪ জনসহ মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
Do Follow: greenbanglaonline24