চাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়, উত্তপ্ত ক্যাম্পাস
ঢাকসু ও জাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ভিপি-জিএসসহ ২৪টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। এর মধ্য দিয়ে ৪৪ বছর পর চাকসু নেতৃত্বে ফিরলো শিবির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে ঘোষিত ফলে ভিপি হয়েছেন শিবিরের মো. ইব্রাহিম হোসেন (৭,৯৮৩ ভোট), জিএস হয়েছেন সাঈদ বিন হাবিব (৮,০৩১ ভোট)। ছাত্রদল মাত্র একটি পদে জয় পেয়েছে—সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আইয়ুবুর রহমান।
বেশিরভাগ হল সংসদেও শিবির প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে। তবে ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিনকে অল্প সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে তারা।
ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন এখনও পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেনি।

