চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার কচ্ছপের হাড়সহ তিনজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত থেকে ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। উদ্ধারকৃত ১৩৫ কেজি কচ্ছপের হাড়ের মূল্য প্রায় ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার বিকেলে সেনা অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বিজিবির তথ্য মতে, শনিবার সকাল দশটা থেকে ১টা পর্যন্ত ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্নেল মো. আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি দল ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছে। এ সময় বাড়ির মালিক কুমিরজান গ্রামের মৃত এতাজ উদ্দিনের ছেলে মো: রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, চামুচা গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো: আল আমিন (২২) ও মফিজ উদ্দিনের ছেলে একই গ্রামের মনিরুল ইসলাম (২০ )কে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিজিবি চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ২২ বছর বয়সী ইদুল কে গ্রেপ্তার করতে পারেনি।
৫৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আমির হোসেন মোল্লা বলেছেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং ভারতীয় পাচারকারীদের সীমান্ত পাড়ি দিতে বাংলাদেশে প্রবেশ করতে বাটালিয়ন সদর দফতর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় সহকারী পরিচালক মো: হাফিজুর রহমানসহ ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।