চট্টগ্রাম মহানগর ওয়ার্ড ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে উত্তেজনা
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একটি সাংগঠনিক ওয়ার্ডে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। নগর ছাত্রলীগের পক্ষ থেকে কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে পাল্টা কমিটি দিয়েছে আরেক বিভক্ত গ্রুপ। তারা নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। তবে উভয় দলই নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কমিটি ঘোষণা করে নগর ছাত্রলীগ। এরপর নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটিকে ‘প্যাকেজ’ কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেন পদচ্যুত নেতারা। তিন দিন পর রোববার ওই ওয়ার্ডে পাল্টাপাল্টি কমিটি নগর ছাত্রলীগের ১১ নেতাকে বিভিন্ন পদে ঘোষণা করে। নগর ছাত্রলীগের প্যাডে ইমরান খান আরজিকে সভাপতি ও হামিদুল হাসান সিফাতকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৫ সদস্যের একটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়। পাল্টাপাল্টি কমিটির নেতৃত্বে থাকা নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি বলেন, নগর ছাত্রলীগের সভাপতি ইমু ও সাধারণ সম্পাদক দস্তগীর নগর কমিটির সদস্যদের মতামত না নিয়েই তাদের ইচ্ছানুযায়ী কমিটি ঘোষণা করছেন। নিজেদের পছন্দের নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করছেন। এতে বঞ্চিত হচ্ছে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের। এ জন্য পাল্টা কমিটি গঠন করা হয়েছে। তবে যারা পাল্টা কমিটি গঠন করেছে তারা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছে বলে জানিয়েছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।