চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১
চট্টগ্রাম বন্দরে বর্হিনোঙরে তেলের ট্যাংকার ‘বাংলার সৌরভে’ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জাহাজ থেকে ৪৮ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার মধ্যরাতে বারোটার দিকে বাইরের নোঙরের একটি কূপের ট্যাঙ্কারে আগুন লাগে। চার ঘণ্টা চেষ্টার পর নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলের ট্যাংকার বাংলা হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে। ঘুমন্ত নাবিকরা জাহাজের সামনে আগুন দেখতে পেয়ে জেগে উঠল। জাহাজের পিছনে নাবিকরা জড়ো হতে লাগল। ক্যাপ্টেন উদ্ধার সহায়তার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।
উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত বেশ কয়েকজন নাবিক সাগরে ঝাঁপ দেন। মাছ ধরার ট্রলারে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। পরে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা জাহাজের ৪৮ জন নাবিককে নিয়ে যান। উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিকের মৃত্যু হয়।