চট্টগ্রামে ভূমিধসে বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ২ মামলা
টানা বৃষ্টিতে ভূমিধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম নগরীতে দুটি মামলা হয়েছে। উভয় মামলায় পাহাড় কাটার দায়ে রেলওয়ের কর্মচারী আব্দুল খালেককে আসামি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার পরিবেশ অধিদপ্তর ও ভূমিধস নিহতের ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় দুটি মামলা করেন। অভিযুক্ত আব্দুল খালেক রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১ এর কার্যালয়ে চৌকিদার হিসেবে কর্মরত।
রোববার সকালে নগরীর পাঁচলাইশ থানার আইডব্লিউ কলোনি-সংলগ্ন ষোলশহর রেলস্টেশনের কাছে ভূমিধসে আবদুল আউয়াল সোহেল ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতের মৃত্যু হয়। পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, আব্দুল খালেকের বিরুদ্ধে সরকারি পাহাড় কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। ৫০ ফুট উঁচু পাহাড়ের ঢালে তিনি একটি বিপজ্জনক স্থাপনা তৈরি করেন। দৈর্ঘ্যে ৫০ ফুট, প্রস্থ ৩০ ফুট এবং উচ্চতায় ২০ ফুট পাহাড় কাটা হয়েছে। খালেক ও তার স্ত্রী সেখানে অন্তত ৫০টি ঘর নির্মাণ করেন।
ভূমিধসে নিহত আউয়ালের বড় ভাই মহরম আলী বাদী হয়ে অবহেলায় মৃত্যুর অভিযোগে পৃথক মামলা করেন।