• বাংলা
  • English
  • রাজনীতি

    চট্টগ্রামে বিএনপির তিন সংগঠনের আজ তারুণ্যের সমাবেশ

    যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল বুধবার চট্টগ্রামে ‘দেশ বাঁচতে তরুণ সমাবেশ’ নামে বিভাগীয় সমাবেশ করবে। বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ছাড়াও এই তিন সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

    সমাবেশকে সামনে রেখে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ সংবাদ সম্মেলন করে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, “দেশে ক্রান্তিকাল চলছে। জনগণের ভোটাধিকার নেই। গত ১৫ বছরে প্রায় চার কোটি নতুন ভোটার ভোট দিতে পারেননি। ভোট জনগণের রাজনৈতিক অধিকার।তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠায় আমরা মাঠে নেমেছি।তারুণ্যের সমাবেশও তাদের জন্য।চট্টগ্রাম থেকে ভোটের অধিকারের সংগ্রাম শুরু হবে।

    স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ড. দীপ্তি, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।