• বাংলা
  • English
  • বিবিধ

    চট্টগ্রামে বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে

    চট্টগ্রামের শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজ) যাত্রীবাহী মিনিবাস উল্টে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল্লাহ খালেদ (৪৫)। তিনি পটিয়া পৌরসভার হাজী আব্দুস সাত্তার জামে মসজিদের খতিব।

    গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ আমানত সেতুর মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

    সাইফুল্লাহ খালেদের বাড়ি বাঁশখালী উপজেলার গন্ডামা বড়ঘোনা এলাকায়। সে ওই এলাকার মাহাবুবুল আলমের ছেলে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

    একই দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    তারা হলেন মীর হোসেন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) এবং লাকি আক্তার (৪০)। তবে আহতদের কারো অবস্থাই গুরুতর নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

    এ ব্যাপারে কর্ণফুলী আধুনিক ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব হোসেন মুন্সী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ব্রিজের ওপর পড়ে থাকা লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান।