• বাংলা
  • English
  • বিবিধ

    চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ১৭ জনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে

    চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার রউফাবাদ এলাকায় পাহাড় কাটার দায়ে ১৭ জনকে আইনি নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

    বুধবার অধিদপ্তর পুলিশের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করে বেড়া ফকিরের মাজার সংলগ্ন এলাকায় পাহাড় কাটার প্রমাণ পায়।

    যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন- ফিরোজা বেগম গ্ং, এবিএম আরিফুল হক, নুরে আলম সওদাগর, এনাম, আইয়ুব ইসলাম গং, সারোয়ার আলম, আমান উল্লাহ বাদশা, ফারুক আহমেদ, মোঃ জামাল, কালু মিয়া, হালিমা খাতুন, জহিরুল, সেলিম উদ্দিন। আবুল ওস্তাদ, মনির আহমেদ গং, নাসির উদ্দিন ও মোঃ মূসা।

    পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, বুধবার আমরা সেখানে অভিযান চালাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের তালিকাও সংগ্রহ করেছি।

    তিনি আরও বলেন, ‘পাহাড় কাটার সঙ্গে জড়িতদের নোটিশ দিয়েছি। অভিযুক্তদের আগামী ২৬ নভেম্বর পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অভিযানে দুটি মোবাইল টিম দিয়ে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করেছি।

    মন্তব্য করুন