National

চট্টগ্রামে গঠিত হয়েছে “৩৬ জুলাই উদযাপন পরিষদ “

“জুলাই চেতনা দীর্ঘজীবী হোক ” এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামে গঠিত হয়েছে “৩৬ জুলাই উদযাপন পরিষদ “
সভাপতি : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, কোঅর্ডিনেটর : নুরুল আফছার মজুমদার স্বপন ,হাসান মারুফ রুমী ,দিলশাদ আহমেদ ,ইমন সৈয়দ , ফয়সাল বিন নাসির , ফারুক আবদুল্লা , শামিম আহমেদ ,শিপন ,আরাফাত হোসেন , আরিফ মঈনুদ্দিন , সহ ৩১ সদস্যের কমিটি

বাংলাদেশের মানুষের ৭১ পরবর্তী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র -জনতার রক্তক্ষয়ী আন্দোলন ঘটে ২৪ জুলাই যা প্রলম্বিত হয়ে যায় ৩৬ জুলাই l পৃথিবীর ইতিহাসে আন্দোলন সংস্কৃতিতে এ নতুন সংযোজন l ৩৬ জুলাই মূল্যবোধ কে সামনে রেখে ৫ই আগষ্ট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আলোচনা সভা ও তথ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে l বিকাল তিনটায় উদ্বোধন করবে শহিদ ফারুকের স্ত্রী l

প্রধান অতিথি হিসাবে থাকবেন মাননীয় মেয়র ডা: শাহদাত হোসেন – রাজনৈতিক বৈঠকে থাকবেন এডভোকেট বদরুল আনোয়ার , ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নেতা ও বি এন পি এর কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী , অধ্যাপক আতিকুর রহমান ,গণ সংহতির চট্রগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী l জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক
ইমন সৈয়দ , সভাপতিত্ব করবেন : মুক্তিযোদ্ধা একরামুল করিম