ঘরে স্ত্রী-সন্তানের লাশ, ‘ঋণগ্রস্ত স্বামী পলাতক
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি বাড়ি থেকে মা ও তার দুই মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী আক্তার বলেন, আঙ্গারপাড়া গ্রামের ডেন্টিস্ট আসাদুজ্জামান রুবেল তার স্ত্রী লাভলী (৩৫), দুই মেয়ে ছোয়া (১৬) ও কথা (১২) কে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, রুবেল তার শ্বশুর বাড়িতে থাকতেন। রোববার সকালে তার শাশুড়ি হালিমা বেগম হাঁটতে বের হলে লাভলীর ঘর থেকে কোনো সাড়াশব্দ শুনতে পাননি। তারপর দরজায় শিকল বাঁধা দেখতে পান। তিনি চেইন খুলে ভেতরে গিয়ে দেখেন তার মেয়ে ও নাতনিদের লাশ। পরে তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
হালিমা বেগম বলেন, ‘রুবেল অনেক টাকা ধার করেছে। দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলছে। সে আমার মেয়ে, আমার নাতনিদের হত্যা করছে। ‘
মেয়ে ছোঁয়ার(১৬) এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। ছোট মেয়ে বালিয়াখোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
এদিকে লাভলীর ভাতিজা সাইফুল ইসলামসহ স্থানীয় কয়েকজন দাবি করছেন, তারা রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে ঘিওর থানার কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি।