আন্তর্জাতিক

গ্রেফতার এড়াতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ব্রিকস সম্মেলনে পুতিনের স্থলাভিষিক্ত হবেন।

পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য। রামাফোসা এর আগেও এমন সতর্কবার্তা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। কারণ দেশটি আইসিসির সদস্য। ফলে, নিয়ম অনুযায়ী, সুযোগ পেলে পুতিনকে গ্রেফতার করার দায়িত্ব দক্ষিণ আফ্রিকার।

এদিকে রুশ অধিকৃত ক্রিমিয়ার একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রুশপন্থী গভর্নর বলেছেন, সেখান থেকে ২ হাজারেরও বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

অন্যদিকে রাশিয়া বলছে, দাবি পূরণ হলে ব্ল্যাক সি গ্রেইন চুক্তিতে ফিরে আসা সম্ভব। জাতিসংঘ সদর দফতরে দেশটির স্থায়ী প্রতিনিধি গেনাডি গ্যাটিলভের মতে, আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া শস্য চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত।

এছাড়া ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। অন্যদিকে, রুশ-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।