দেশজুড়ে

গুলশানে নৃত্যশিল্পীর লাশ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক নৃত্যশিল্পীর কসাইয়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণী পার্লারের ব্যবসা করতেন।
গতকাল শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ কালাচাঁদপুরের পশ্চিমপাড়া পাক্কা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটের তলা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়ায়। তার বাবার নাম নিহত শহীদ আলী।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর গতকাল রাতে বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর কসাইয়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, তরুণীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।