বিবিধ

গাড়ি দুর্ঘটনায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

জামালপুরে গাড়ি দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি গাড়ি দুপুরে দিগপাই ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে এক শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
ওসি নাজমুস সাকিব বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থলটি জব্দ করতে সক্ষম হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার আব্দুল হায়দার আলীর ছেলে রাশেদ আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।