বিবিধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

গাজীপুরের নাওজোর এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩), তার স্ত্রী আঁখি আক্তার (২৬) এবং তাদের দুই বছরের মেয়ে আন্নি খাতুন। নিহতের চাচা মেহের আলী জানান, তার ভাগ্নে আনোয়ার হোসেন ময়মনসিংহের আরএফএল কোম্পানিতে কাজ করতেন। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সকালে ঢাকার আশুলিয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সকাল ১০টার দিকে গাজীপুরের বাসন থানার নাওজোর এলাকার রিয়াজ ফিলিং স্টেশনের উত্তর দিকে অটোরিকশাটি পৌঁছালে অটোরিকশার পেছনের চাকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আনোয়ার ও আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের দুজনেরই মৃত্যু হয়। বাসন থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও কাভার্ড ভ্যানটি বাসন থানার হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।