গাজীপুরে শাপলা তুলতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারাল দুই তরুণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাপলা বিলে নৌকাডুবির ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ জেলার বায়েজিদ হোসেন এবং শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূর-ই আলমের ছেলে মাহিন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে পাঁচ বন্ধু শাপলা সংগ্রহের জন্য নৌকায় করে উপজেলার পাঁচুয়া গ্রামের বিলে যায়। এক পর্যায়ে তাদের নৌকা ডুবে যায়। ফলে ৫ জন পানিতে পড়ে যায়। বায়েজিদ ঘটনাস্থলেই ডুবে মারা যায়। বাকি চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

