• বাংলা
  • English
  • জাতীয়

    গাজীপুরে পিস্তল নিয়েই আদালতে প্রবেশ করেছে আসামি

    গাইয়ের শার্ট কোমরে বিদেশি পিস্তল  ঢাকা ছিল। আইনজীবী ও উপস্থিত সকলের চোখ ফাঁকি দিয়ে  মনসুর আহমেদ পিস্তল নিয়ে আদালত কক্ষে প্রবেশ করেন।

    বন মামলার আসামি মনসুর লাইসেন্স করা পিস্তল নিয়ে জামিনে আদালতে হাজির হন। কিন্তু বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে আসে। এ নিয়ে আদালতে তোলপাড় শুরু হয়। রোববার দুপুরে গাজীপুর বিজ্ঞ বিচারিক হাকিম বন আদালত-২ এ এ ঘটনা ঘটে।

    জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মনসুর একটি বন মামলার আসামি। জামিনের জন্য লাইসেন্স করা ইতালীয় তৈরি পিস্তল নিয়ে তিনি আদালতে প্রবেশ করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মনসুর নিশ্চিত ছিলেন আদালত তাকে জামিন দেবেন। এ কারণেই তিনি পিস্তল নিয়ে আদালতে প্রবেশ করেন।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান (পোস্ট-ক্রাইম) জাকির হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

    মহানগর পুলিশের সদর থানার এসআই মোশাররফ হোসেন বলেন, অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর মনসুরকে কারাগারে পাঠানো হয়েছে।

    রোববার রাতে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান তিনি।

    মন্তব্য করুন