গাজায় একদিনে আরও ১০০ জনের প্রাণ গেল
আন্তর্জাতিক চাপ ও নিন্দা উপেক্ষা করে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে। নির্বিচার হামলায় একদিনে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নেতানিয়াহুর বাহিনী গাজা শহরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। শহরের বৃহত্তম আবাসিক এলাকা জায়তুনে দিনভর ভারী বোমাবর্ষণ চালানো হয়েছে। তিন দিনে শহরের ৩০০ টিরও বেশি ভবন ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শেখ রেদোয়ান এলাকায়ও বড় ধরনের হামলা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ইহুদি সৈন্যরা আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে। ৩৭ জন নিহত হয়েছেন। এদিকে, গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন শিশু। দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে উপত্যকায় মোট মৃতের সংখ্যা ২৩৫ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১০৬ জন শিশু। এর আগে, গত সপ্তাহে, ইসরায়েলি মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে।