আমাদের চট্টগ্রাম

“খালেদা জিয়া জনগণের নেত্রী, ক্ষমতার নয়”—চট্টগ্রামে দোয়া মাহফিলে শামসুল আলমের মন্তব্য

গতকাল বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রাম–৯ আসনের কোতোয়ালি থানাধীন ৩৪ নং পাথরঘাটা “সি” ইউনিট বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজন করা হলো এক ভিন্ন আবহের দোয়া মাহফিল।“তিনি ক্ষমতার নয়, জনগণের নেত্রী”—প্রধান অতিথি শামসুল আলম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া—বাংলাদেশের গণতন্ত্র সংগ্রামের সবচেয়ে দৃঢ়, সাহসী ও আপোষহীন নেত্রী। তিনি ক্ষমতার নয়, জনগণের নেত্রী—যিনি মানুষের অধিকার রক্ষায় আজীবন লড়াই করে গেছেন।” তার বক্তব্যে ছিল একদিকে রাজনৈতিক আবেগ, অন্যদিকে দীর্ঘদিনের সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা ও মমতার প্রকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ.সবুর, প্রবীণ নেতা হাজী দেলোয়ার সওদাগর, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খান, ৩৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ হাছান ও সদস্য সচিব মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবু মোঃ জাহেদ, শাহ আলম, সদস্য দিদার হোসেন, শহীদুল ইসলাম আরজু, “সি” ইউনিট বিএনপির সভাপতি আবু তৈয়ব, সহ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, হাজী ইউনূস, প্রচার সম্পাদক আব্দুল কাদের, সদস্য মোঃ আলী, মোঃ রফিক, হাজী শফি, ইসমাইল, মোঃ মাহবু, হাজী আনোয়ার হোসেন, নগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন নাবিল, ওয়ার্ড ছাত্রদল সংগঠক মোঃ ইব্রাহিম, মোঃ রায়হান, মিনহাজুল ইসলাম রাতুল, সাদমান জাফরী, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড যুবদল নেতা জাহাঙ্গীর, মোঃ জাহেদ, মোঃ সালাউদ্দিন, নাঈম ফয়সাল, ইশতিয়াক হোসেন, মোঃ ওসমান। ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইম, যুগ্ম আহবায়ক জামাল, সদস্য মেহেদী হাছান সাইমন, মাঈন উদ্দিন সাগর ও দলের অন্যান্য সক্রিয় কর্মীরা।
ছাত্রদল ও যুবদলের তরুণ নেতাদেরও সবার উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা জানান, “এই দোয়া মাহফিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়—এক ধরনের মানসিক ঐক্য প্রকাশ।” দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা বলেন, “ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনাই আমাদের সবার।”