• বাংলা
  • English
  • জাতীয়

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসক

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসায় চিকিৎসকরা দেখেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    ডাঃ জাহিদ বলেন, ‘আপনি জানেন জাতির নেত্রী বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে রয়েছেন।’

    খালেদা জিয়াকে নিজ বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে উল্লেখ করে চিকিৎসক বলেন, ‘সময় সময় যেসব পরীক্ষা দেয়া হয় সেগুলো করা হচ্ছে। চিকিৎসকরা তাকে বাড়িতে দেখতে এসেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার সুস্থতার জন্য দোয়া করবেন।’

    Do Follow: greenbanglaonline24