খাদ্যদ্রব্য তেল মিয়ানমারে পাচার, কোস্টগার্ডের অভিযানে ১৯ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে খাদ্য ও তেল পাচারের চেষ্টাকালে ১৯ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। উদ্ধার করা হয়েছে ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০ বস্তা পেঁয়াজ, ১ বস্তা তামাক পাতা, ৩ বস্তা টেস্টিং সল্ট, ১৮২১ লিটার অকটেন, ৩৭৫২ লিটার সয়াবিন তেল, ১৩৬ লিটার ডিজেল।
অন্য একটি অভিযানে, কোস্টগার্ড কর্মীরা ১ কেজি ক্রিস্টাল মেথ বরফ, ২৮৫ বোতল বিদেশী মদ এবং ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করেছে। তবে ওই অভিযানে কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডের মিডিয়া অফিসার লে. কমান্ডার খন্দকার মুনিফ ত্বকী এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার সকালে টেকনাফের লম্বরী ঘাট থেকে কাঠের নৌকা যোগ করে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও তেল মিয়ানমারে পাচারে অভিযান চালানো হয়।
টেকনাফ লম্বরী ঘাট থেকে কয়েকটি কাঠের নৌকা মিয়ানমারের দিকে যেতে দেখা যায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা ওই নৌকাগুলোকে ধাওয়া করে আটক করে এবং শুল্ক ফাঁকির উদ্দেশ্যে নৌকায় তল্লাশি চালিয়ে খাদ্যসামগ্রী ও তেল উদ্ধার করে ১৯ জনকে আটক করে।
অপর একটি অভিযানে সেন্ট মার্টিনের চেরাদ্বীপে ১ কেজি ক্রিস্টাল মেথ (বরফ), ২৮৫ বোতল বিদেশী মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।