শিক্ষা

খরচের হিসাব চেয়ে বিদ্যানন্দ চেয়ারম্যানকে দাতার আইনি নোটিশ

একুশে পদকপ্রাপ্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক নারী ফাইন্যান্সার।

কুমিল্লার বাসিন্দা সাবিহা রহমান মিতুর পক্ষে গত মঙ্গলবার রেজিস্ট্রি পোস্টে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হায়দার তানভীরুজ্জামান। ফাউন্ডেশনে মিতুর অনুদানের হিসাব আগামী ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। অন্যথায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

নোটিশে বলা হয়, সাবিহা সামাজিক কাজে অংশ নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন দফায় মিটু ফাউন্ডেশনকে ৪০ হাজার ৫০০ টাকা দেন। কয়েকদিন ধরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ফাউন্ডেশনের বিরুদ্ধে অর্থের অযৌক্তিক ব্যবহারের অভিযোগ দেখেন তিনি। বিদ্যানন্দের অডিট রিপোর্টে স্পষ্টভাবে সব খরচের কথা বলা হয়েছে, কিন্তু দাতা মিতু তা পরীক্ষা করে যে টাকা দিয়েছেন তার তথ্য পাননি।

এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই মিটুর দেওয়া টাকা কোন খাতে খরচ হয়েছে, তার ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে ফাউন্ডেশনকে। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন।