দেশজুড়ে

কেরানীগঞ্জে ১০ তলা ভবনে আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

কেরানীগঞ্জ মডেল টাউনে ১০ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। শুক্রবার (২২ আগস্ট) ভোর ২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে রাত ২টার দিকে খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ২:৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভোর ৩:৩০ মিনিটে সম্পূর্ণ নিভে যায়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানিয়েছেন যে প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।