• বাংলা
  • English
  • জাতীয়

    কুমিল্লা সিটি মেয়র রিফাত আর নেই

    কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

    বুধবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

    এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন মেয়র রিফাত। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ত্রী ফারহানা হক শিল্পী, ভগ্নিপতি ডাঃ গালিব আমিন, আওয়ামী লীগ নেতা আনিচুর রহমানকে নিয়ে সিঙ্গাপুরে যান তিনি। মেয়র রিফাত দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।

    এদিকে তার মৃত্যুর খবর কুমিল্লায় ছড়িয়ে পড়লে শহর ও দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। তাজুল ইসলাম এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ দলীয় নেতারা। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন জানান, বাংলাদেশ বিমানের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

    উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে প্রথমবারের মতো বিজয়ী হন রিফাত। আরফানুল হক রিফাতকে ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। কুসিকের দুই বারের মেয়র মনিরুল হক সাক্কু রিফাতের সাথে পরাজিত হন।