কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাউফল, ২ জন নিহত
কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর বাউফল উপজেলা বিধ্বস্ত । গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং বজ্রপাতে আরেকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার বেলা ১১টার দিকে এ উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উপজেলার দশপাড়া ইউনিয়নের চারালকি গ্রামে গাছের নিচে পড়ে সাফিয়া রহমান (৯০) এবং নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠি গ্রামে বজ্রপাতে রাতুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়। .
এছাড়া ডাল ভেঙে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের অনেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুরো উপজেলা বিদ্যুৎহীন। এই কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক গাছ উপড়ে গেছে এবং প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।