কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত কৃষকের তিনটি গরু ও দুটি ঘর পুড়ে ছাই
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিশাব ইউনিয়নের কুশদী গ্রামে বৃহস্পতিবার রাতে আগুনে এক কৃষকের গোয়ালঘরসহ দুটি ঘর ও তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে কৃষকের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বারিশাব ইউপি সদস্য দুলাল মোল্লা জানান, মধ্যরাতে কুশদী গ্রামের দিগদা গ্রামের কৃষক আইনউদ্দিনের বাড়িতে আগুন লাগার বলে খবর পান তিনি। স্থানীয় লোকজনের সহায়তায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার গোয়ালঘর, দুটি ঘর, ৩টি গরু ও গোয়ালঘর ইতিমধ্যেই আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা। কৃষক আইনুদ্দিন জানান, প্রতিদিনের মতো আমিও গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতে যাই। কয়েল থেকেই আগুন শুরু হতে পারে। বরিশাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু বলেন, খবর শুনে আমাদের ওয়ার্ডের মেম্বার ও চৌকিদারদের দ্রুত আগুন নেভাতে নির্দেশনা দিয়েছি, তবে আগুন নেভাতে পারলেও কৃষকের অনেক ক্ষতি হয়েছে। , দেখা যাক কি করা যায়।