দেশজুড়ে

কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, ৪ জন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ডাকাতদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার (১৯ অক্টোবর) ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া শফিউদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।
মৃত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা এলাকার ভাংনাহাটি গ্রামে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল্লাহ (২০), স্বাধীন (২০) এবং আলামিন (২৪)। তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তির নাম জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, গত রবিবার রাত ১১টার দিকে জিহাদ ৩,০০০ টাকা নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ডাকাত ডাকাতির উদ্দেশ্যে কলেজ ছাত্র জিহাদের পথ আটকে দেয়। জিহাদ বাধা দিলে ডাকাতরা তাকে বারবার ছুরিকাঘাত করে, এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে টঙ্গীর এরশাদ নগর থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করে।
এ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার এএসআই জহিরুল ইসলাম আমাদেরকে বলেন, কলেজ ছাত্র হত্যার ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।