• বাংলা
  • English
  • আন্তর্জাতিক

    করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রবিবার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানী কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগামী এক সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট রামাফোসা।

    মন্তব্য করুন