করোনায় আরও ৪ জনের মৃত্যু, ২৭৭ জন শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে, করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫ জন। এ সময় ২৭৭ জনকে করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দুইজন পুরুষ ও দুইজন নারী মারা গেছেন। ঢাকায় দুইজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।
গত বছরের ৮মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দশ দিন পরে, সেই বছরের ১৮ মার্চ, স্বাস্থ্য অধিদপ্তর ঘোষণা করেছিল যে এটি দেশে প্রথম ব্যক্তি যিনি ভাইরাসে মারা গেছেন।