কম তেল দেওয়ায় বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
বরিশালের দুই ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কম পরিমাপের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় দুটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিমের নেতৃত্বে নতুন বাজার এলাকার হাজী ফিলিং স্টেশন ও কলেজ রোড ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দুটি ফিলিং স্টেশন থেকে গ্রাহকদের ৫ লিটার জ্বালানির পরিবর্তে ৩০০ মিলি কম জ্বালানি দেওয়া হচ্ছে।
কম পরিমাণে গ্রাহকদের প্রতারণা করায় হাজী ইসরাইল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং কলেজ রোড ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ছাড়াও গ্রাহকদের সঙ্গে এভাবে প্রতারণা না করতে দুই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের উপ-পরিচালক মো. সেলিমের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শাহ সোয়েব মিয়া ও সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. রাসেল সিকদার।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের উপ-পরিচালক মো. সেলিম।