• বাংলা
  • English
  • জাতীয়

    এসএসসি পরীক্ষার্থীকে সংগঠিত ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৫

    নাটোরে এক এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন এই অপরাধে সরাসরি জড়িত। দুজন তাদের সহযোগী। মঙ্গলবার রাতে নগরীর হাফরাস্তা এলাকায় সাগর মিয়ার ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

    ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ অভিযান শুরু করে। সাড়ে চার ঘণ্টার অভিযানে সদর উপজেলার তেলকুপি নূরানীপাড়া এলাকা থেকে সরাসরি জড়িত তিনজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগরীর কানাইখালী এলাকার আফজাল হোসেনের ছেলে রনি মিয়া, একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রকি ও আব্দুল মজিদের ছেলে সোহান। এ ছাড়া এই ধর্ষণে সহযোগিতার অভিযোগে মৃদুল হোসেন ও তার স্ত্রী মিথিলা পারভীনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাজশাহীর বিনোদপুর থেকে আবির (২১) নামে এক দোকানের কর্মচারী তার এসএসসি পরীক্ষার্থী বান্ধবীকে নিয়ে নাটোরে আসেন। স্থানীয় এক বন্ধু তাদের বিয়ে করার কথা বলে হাফরাস্তা এলাকায় মৃদুল ও মিথিলা দম্পতির বাড়িতে নিয়ে যায়। কিন্তু দম্পতি রনি, রকি ও সোহান ডেকে নিয়ে যান।

    এ সময় তারা তিনজন  ছাত্রীর চাকু ধরে গণধর্ষণ করে  এবং ভিডিও রেকর্ড করে। পরে টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ছাড়া পেয়ে রাত ১১টার দিকে নাটোর থানায় যান ওই যুবকরা।

    মঙ্গলবার রাতে হাফরাস্তা থেকে মিথিলা ও মৃদুলকে আটক করে পুলিশ। পরে বুধবার সকালে তেলকুপি নূরানীপাড়া থেকে রনি, রকি ও সোহানকে আটক করা হয়।

    নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, মেয়েটির অভিযোগ পেয়ে আমরা রাত ১টার দিকে অভিযান শুরু করি। আসামিদের অবস্থান জানতে পেরে তেলকুপি এলাকায় অভিযান চালানো হয়।

    মন্তব্য করুন