এবার মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মঙ্গলবার রিট আবেদনকারীর আইনজীবী জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে ইজারা নোটিশ জারি করে। এই নোটিশ চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার।
পরে ওই রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানোর ইজারা নোটিশ ৩ মাসের জন্য স্থগিত করেন। জহিরুল ইসলাম যোগ করেন, এটি একটি বিধিও জারি করেছে।
এ প্রসঙ্গে আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, “বনশ্রী একটি আবাসিক এলাকা হওয়ায় মেরাদিয়ায় গরুর হাট বসলে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।”