এবার আলীকদম চেকপোস্টে হামলা করল সন্ত্রাসীরা
বান্দরবানের থানচির পর আলীকদমের ২৬ মাইল এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাবিদুর রহমান সাংবাদিকদের জানান, উপজেলার ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় চেকপোস্টে একটি গাড়ি থামার সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়িটি না থামিয়ে চেকপোস্টের দিকে ছুটতে থাকলে কর্তব্যরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িতে গুলি চালায়। এ সময় গাড়ি থেকে গুলি ছোড়া হয় এবং দুই পক্ষের মধ্যে কয়েক দফা গুলি বিনিময় হয়।
এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানান তিনি। এছাড়া সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি উপজেলায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। রাত সাড়ে নয়টার দিকে গোলাগুলি বন্ধ হলেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।
এদিকে রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে যৌথবাহিনী। তিনি এখন র্যাবের বান্দরবান কার্যালয়ে রয়েছেন।