সিরিয়ার সহিংসতায় এক সপ্তাহে ৩০০ জনের বেশি নিহত
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে সিরিয়ায় নতুন করে সহিংসতায় ৩৭৩ জন নিহত হয়েছে। তারা জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। শহরটি সশস্ত্র বিদ্রোহীরা দখল করে নিয়েছে। বলা হয়, পশ্চিমা দেশগুলো এই বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করে। আর তাদের প্রতিহত করতে প্রেসিডেন্ট আসাদের সরকারকে সাহায্য করছে রাশিয়া। শনিবার শহরটি দখলে নেওয়ার পর ওই অঞ্চলে ফের উত্তেজনা দেখা দিয়েছে।
গত বুধবার সহিংসতা শুরু হয়। ৩৭২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিকও ছিল।
Follow: greenbanglaonline24