• বাংলা
  • English
  • জাতীয়

    এই গ্রীষ্মে লোডশেডিং হবে না: অর্থ উপদেষ্টা

    আগামী গ্রীষ্মে দেশে লোডশেডিংয়ের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ আহমেদ।

    রোববার রাতে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালনা পর্ষদের ৬৫তম সভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা বলেন, ‘এখানে পর্যাপ্ত গ্যাস শক্তি রয়েছে, তাই লোডশেডিংয়ের কোনো সম্ভাবনা নেই।’

    রমজানকে সামনে রেখে সরকার চাল-ডাল আমদানি করছে এবং পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘নিত্যদিনের পণ্যের দাম বাড়বে না। এছাড়া কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারি করতে না পারে সেদিকে নজরদারি করা হবে।’

    খাদ্যপণ্যের দাম যাতে বাড়তে না পারে সেজন্য সরকার অত্যন্ত সজাগ রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ডলারের বিপরীতে টাকার মূল্য বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ভবিষ্যতে বাড়বে না বা কমবেও না।’

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান সহ প্রমুখ।

    Do Follow: greenbanglaonline24