ঋণখেলাপি মামলায় ৬০ কোটি টাকা পরিশোধ করে অব্যাহতি পেলেন পাঁচ ব্যবসায়ী
চট্টগ্রামে ২২ বছর পুরনো ঋণ খেলাপি মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞার পর ৬০ কোটি টাকা পরিশোধ করে মামলা থেকে খালাস পেয়েছেন পাঁচ ব্যবসায়ী।
রোববার চট্টগ্রাম অর্থ আদালতের যুগ্ম জজ মুজাহিদুর রহমানের আদালতে খেলাপি ঋণের পুরো টাকা পরিশোধের রশিদ দাখিল করে তারা মামলা থেকে খালাস পান। একই সঙ্গে দেশত্যাগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো: রেজাউল করিম।
অব্যাহতিপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- মেসার্স মোনাভি ট্যাপটাইল কমপ্লেক্স লিমিটেডের পরিচালক ইদ্রিস মিনহাজ, ইলিয়াস মুরাদ, সামসুদ্দিন রিয়াদ, শামসুল আলম ফয়সাল ও ফারজানা মুরাদ।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৫ সেপ্টেম্বর আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা চট্টগ্রাম আর্থিক ঋণ আদালতে ৬২ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে একটি বন্ধকী মামলা করে। দীর্ঘ ২২ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে ৬০ কোটি টাকা আদায় করতে পেরেছে ব্যাংকটি।
এর আগে ব্যাংকের আবেদনের শুনানি নিয়ে গত ২৭ জুন মেসার্স মোনাভি টেক্সটাইল কমপ্লেক্স লিমিটেডের পাঁচ পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এরপর খেলাপি ঋণ পরিশোধে এগিয়ে আসেন মোনাভি টেক্সটাইলের মালিক শাহ মুরাদ। ৬ নভেম্বর ৪০ কোটি এবং রোববার ২০ কোটি টাকা, মোট ৬০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধের পর তাদের মামলা থেকে খালাসের আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে ২০২১ সালের ৪ নভেম্বর ঋণখেলাপিদের ৬২ কোটি ৭১ লাখ ৮২ হাজার ২৪৯ টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেন আদালত। কিন্তু টাকা না দেওয়ায় ব্যাংক মামলা দেয়। ডিক্রি পরিশোধে খেলাপি হওয়ায় ২৭ জুন পাঁচ পরিচালককে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ঋণখেলাপিরা ২২ বছরের পুরনো ঋণ শোধ করতে বাধ্য হয়।