• বাংলা
  • English
  • জাতীয়

    উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

    অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে দাফন করা হয়।

    এদিকে প্রয়াত উপদেষ্টার স্মরণে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ ছাড়া মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

    প্রসঙ্গত, উপদেষ্টা এএফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

    হাসান আরিফ ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ থেকে ২৮ এপ্রিল, ২০০৫ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

    Do Follow: greenbanglaonline24