ইরানে স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা, বিক্ষোভ জোরদার
ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ক্লাসরুমে এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।
ইরানের টিচার্স ট্রেড অ্যাসোসিয়েশনের ইরানের সমন্বয়কারী কাউন্সিল বলেছে যে নিরাপত্তা বাহিনী ১৩ অক্টোবর শহীদ গার্লস হাই স্কুলে অভিযান চালায়। সেখানে শিক্ষার্থীদের দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসায় একটি গান গাইতে বলা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা রাজি না হলে তাদের মারধর করা হয়। সেখান থেকে অনেক ছাত্রকে হাসপাতালে পাঠানো হয় এবং অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
ওই ঘটনায়, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ১৬ বছর বয়সী আসরা পানাহির। তবে ইরানি কর্মকর্তারা এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর দায় অস্বীকার করেছেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর হিজাব নীতি না মানার অপরাধে দেশটির পুলিশি হেফাজতে মাসা আমিনী নামে এক তরুণীকে হত্যা করা হয়। এরপর থেকে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশে বসবাসরত ইরানিরা এই প্রতিবাদে তাদের সমর্থন জানিয়েছেন।