আন্তর্জাতিক

ইয়েমেনে বন্যায় ৮৪ জনের মৃত্যু

ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদাহ প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলের ক্ষমতাসীন হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দাহ শহরের প্রবেশপথও বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম ও শহরে হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে, অবকাঠামো ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক এলাকায় সড়ক ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়েছে।

প্রসঙ্গত, ভারি বর্ষণের কারণে গত জুলাই মাস থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা শুরু হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, আকস্মিক বন্যার কারণে গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।