ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল
গাজীপুরের টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ নদীর তীরে ভিড় করেছেন মুসল্লিরা। রোববার (১১ ফেব্রুয়ারি) ইজতেমার শেষ দিনে ফজরের পর বয়ান শুরু করেন ভারতের মুফতি মাকসুদ। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
রবিবার সকাল থেকেই দলে দলে ভক্তরা আসতে শুরু করেন। অনেকেই মাঝরাতে রওয়ানা হয়ে ফজরের নামাজে অংশ নেন। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় লাখো মুসল্লি অপেক্ষা করছেন। বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের মুক্তি এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছানোর জন্য দোয়া করা হবে। এছাড়া নামাজের মাধ্যমে সকল প্রকার গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে।