আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১০৩ গ্রাম হেরোইনসহ মফিজুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, মফিজুল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় একজনকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূলধন ১০ লাখ টাকা।
র্যাব-৪, সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয়েছে।