আত্মসমর্পণ করে কারাগারে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা শেষ পর্যন্ত আদালতের দেয়া কারাদন্ড ভোগ করতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
বুধবার স্থানীয় সময় মধ্যরাতে কোয়াজুলু-নাটাল প্রদেশে নিজের বাড়ির কাছেই এক কারাগারে এ দন্ড ভোগ করতে গিয়েছেন তিনি।
৭৯ বছর বয়সী জুমার আত্মসমর্পণের সংবাদটি জুমা ফাউন্ডেশন নিশ্চিত করেছে।
এর আগে দেশটির কোনও প্রেসিডেন্ট কারাভোগ করেননি। আদালত অবমাননার দায়ে ২৯ শে জুন তাকে ১৫ মাসের কারাদন্ড দেয়া হয়।
জুমার মেয়ে দুদু জুমা-সাম্বুদলাও তার বাবার কারাগারে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নয় বছরের ক্ষমতায় থাকাকালীন জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়।
প্রেসিডেন্ট জুমাকে জিজ্ঞাসাবাদের জন্য ফেব্রুয়ারি মাসে আদালতে তলব করা হয়েছিল। তবে তিনি হাজির হননি। আদালত অবমাননার দায়ে তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।