• বাংলা
  • English
  • জাতীয়

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেকৃবী ছাত্রদের বিক্ষোভ মিছিল

    রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    ‘ছাত্র আন্দোলনে দুই হাজারের বেশি শহীদ, এগারো হাজারের বেশি আহত হাসপাতালে হাহাকার করছে, ১৫ বছরে আয়না ঘরে বন্দীদের কান্নায় ফাসিস্টরা পালিয়েছে, তবু এই আওয়ামী পশু গোষ্ঠী প্রতিটি বিপ্লবের নামে আবুল কাশেমের রক্ত ঝরিয়েছে, আর কত আবুল কাশেমদের রক্ত হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে।

    এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখরুবী আহ্বায়ক মোঃ আসাদুল্লাহ।

    সম্প্রতি গাজীপুরে আবুল কাশেম হত্যা ও আয়না ঘরের নৃশংসতার প্রতিবাদে এসব মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে বুধবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও র্যাব-২ এর সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

    এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কৃষি ও পরিবেশ সেলের সেক্রেটারি মোঃ তৌহিদ আহমেদ আশিক বলেন, দেশ স্বাধীনের পর থেকে আওয়ামী লীগ রাজনীতিতে নেই, বরং যারাই তার মতের বিরুদ্ধে গেছে তাকে গুম, খুন, আমার ভাই একটি প্রাইভেট ইউনিভার্সিটির গোপন ঘরের হত্যার মতো নৃশংসতার সম্মুখীন হতে হয়েছে। কাশেম ভাইকে জীবন দিতে হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? নাকি আরও রক্তপাত প্রত্যাশিত?’

    এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ-যুদ্ধ শেষ হয়নি’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই-খুনী হাসিনার ফাঁসি চাই’, ‘স্বৈরাচারের ঠিকানা- এ বাংলায় হবে না’, ‘নিষিদ্ধ, নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ’, ‘তুমি খুনির রাণী’, ‘হাসিনা শিবিরের রানী’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। র্যাব-২ এর সামনে।

    এ সময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং ছয় মাসের জন্য জনসাধারণের পরিদর্শনের জন্য আয়না ঘর খুলে দেওয়ার দাবি জানান।

    Do Follow: greenbanglaonline24