অর্থ আত্মসাতে দোষী, জেলা প্রশাসনের কর্মচারীকে ২৮ ও স্ত্রীকে ৮ বছরের কারাদণ্ড
দুদকের মামলায় শরীয়তপুরের এক জেলা প্রশাসনের কর্মচারী ও ভ্রাম্যমাণ আদালতের কর্মীকে ২৮ বছর এবং তার স্ত্রীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের একটি আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মতিয়ার রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইমাম উদ্দিন (৪৫) এবং কমলা আক্তার (৩৮)। একই সাথে ৮৯ লক্ষ ৯৪ হাজার ২৪ টাকা জরিমানা অনাদায়ে ইমাম উদ্দিনকে সাত মাস ১৫ দিনের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কামাল আক্তারকে দেড় মাসের কারাদণ্ড। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে দুদকের আইনজীবী মুজিবুর রহমান বলেন, ২৩ ফেব্রুয়ারি, ২০১০ থেকে ২৬ মে, ২০১৫ পর্যন্ত মোবাইল কোর্টের কেরানি হিসেবে দায়িত্ব পালনকালে ইমাম উদ্দিন তার স্ত্রী অফিস সহকারী কমলা আক্তারের সহায়তায় আদালতের জরিমানা হিসেবে পাওয়া ৮৯ লক্ষ ৯৪ হাজার ২৪ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ২০১৫ সালের ১৮ জুন শরীয়তপুর জেলা কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পালং থানায় মামলা করেন। পরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক হাফিজুর ইসলাম অভিযোগটি তদন্ত করে ইমাম উদ্দিন ও কমলা আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।