অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালী জেলা, সোনাইমুড়ী উপজেলা দেওটি ইউপি ১নং নং ওয়ার্ড পালপাড়া মোল্লা বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে জানুয়ারী—২৩ বৃহস্পতিবার বিকেলে মাননীয় সংসদ সদস্য এমপি এইচএম ইব্রাহিম এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও কানাডা প্রবাসী ছাত্রলীগের সংগঠক মোঃ জাকির হোসেন। জাকির আর্থিক সহায়তা প্রদানকালে ১২টি ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনকে সান্তনা দেন। এ সময় তিনি বলেন দেউটি ইউপি এলাকার ধনাঢ্য লোকজন সম্মিলিতভাবে মানবিক দৃষ্টিতে খেয়াল করলেই পরিবার গুলো তাদের ক্ষতির শোক সামলে পুনরায় ঘর তৈরি করে স্বাভাবিক জীবন—যাপন করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন শাহাজাহান মাষ্টার, গোলম নূর, বাহার, নুরুজ্জামান দুলাল, রিপন, বাহার প্রমুখ।
উল্লেখ্য গত ১১ই জানুয়ারী বুধবার গভীর পালপাড়া মোল্লা বাড়ির ওমর ফারুকের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। নিমিশেই আগুনের লেলিহান শিখা আশেপাশে বসত ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওমর ফারুক , মাসুদ আলম, মনির হোসেন, মিজানুর রহমান, খোকন, স্বপন, খোরশেদ আলম. সাইফুর ইসলাম, ফয়েজ কামাল, লিয়াকত আলী ও সাহাবুদ্দিনের বসত ঘর, লেপ তোষক, আসবাবপত্র ও মালামাল সবকিছুই আগুনে ভস্মিভূত হয়। স্থানীয় লোকজন ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ও বাড়ির অন্যান্য ঘরগুলি আগুর থেকে নিস্তার পায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে।