চট্টগ্রামে গুলিতে যুবক নিহত
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে আফতাব উদ্দিন তাহসিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তাহসিন চান্দগাঁও থানার ৪নং ওয়ার্ডের ৪নং হাজিরপুল এলাকার দিলা মিস্ত্রীর বাড়ির মো. মূসার পুত্র।
স্থানীয়রা জানায়, নগরীর চান্দগাঁও এলাকায় সারোয়ার ও ছোট সাজ্জাদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ কারণে আজ তারা গোলাগুলিতে জড়ায় তারা।
ওসি আফতাব উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। এর আগে সেখান থেকে তাহসান নামে এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।